ইউক্রেনে রাশিয়ার ‘ভয়াবহ’ আগ্রাসন যেন ব্যর্থ হয়, তা নিশ্চিত করার জন্য নতুন প্রচেষ্টা চালাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ অব্যাহত রাখতে ছয়টি পরিকল্পনা তৈরি করেছেন বরিস জনসন। সেগুলো হলো-
১. বিশ্বনেতাদের উচিত ইউক্রেনের জন্য ‘আন্তর্জাতিক মানবিক জোট’ গঠন করা।
২. ‘নিজের আত্মরক্ষার জন্য দেশটির প্রচেষ্টায়’ ইউক্রেনকে সমর্থন করা তাদের (আন্তর্জাতিক মানবিক জোটের) উচিত।৩.রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে দিতে হবে।
৪. ইউক্রেনে রাশিয়া ‘বিষাক্ত স্বাভাবিকীকরণ’ কর্মকাণ্ডের প্রতিরোধ অবশ্যই করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।
৫. যুদ্ধের কূটনৈতিক সমাধানগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। তবে তা শুধু ইউক্রেনের বৈধ সরকারের সম্পূর্ণ অংশগ্রহণের মাধ্যমে।
৬. ন্যাটো দেশগুলোর মধ্যে ‘নিরাপত্তা ও স্থিতিস্থাপকতা জোরদারের জন্য দ্রুত ক্যাম্পেইন’ হওয়া দরকার।
বরিস জনসন কাল সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট-এর সঙ্গে বৈঠকে তাঁর বার্তা দেবেন বলেও ধারণা করা হচ্ছে।
ব্রিটিশদের রুশ ‘হুমকি’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ইউক্রেনের প্রতি সমর্থনের জন্য সরাসরি ব্রিটিশ সরকারকে উদ্দেশ করে একটি বিবৃতি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া কিয়েভের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতার কথা ভুলবে না। তাদের তিনি ‘ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী শক্তি’ বলেও অভিহিত করেন।
সূত্র : বিবিসি।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩