30/09/2024

SkbTv Channel Bangla News

গবেষণায় সহায়তা করছে যুক্তরাষ্ট্র রাশিয়া:ইউক্রেনে জীবাণু অস্ত্র

Spread the love

ইউক্রেনে জীবাণু অস্ত্র উৎপাদনে গবেষণার জন্য যুক্তরাষ্ট্র অর্থ দিচ্ছে বলে আজ বৃহস্পতিবার অভিযোগ করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেন, ‘গোপনে প্রাণঘাতী জীবাণু ছড়িয়ে দেওয়ার পদ্ধতি প্রতিষ্ঠা করাই পেন্টাগনের অর্থায়নে ইউক্রেনে জৈব গবেষণার উদ্দেশ্য। ’
কোনাশেঙ্কভের দাবি, মার্কিন সামরিক বাহিনীর জীবাণু সংক্রান্ত কার্যক্রমের বিশদ নথিপত্র রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে এসেছে। এ ছাড়া ইউক্রেন থেকে জৈব উপাদান বিদেশে স্থানান্তরের তথ্যও মিলেছে।মুখপাত্র কোনাশেঙ্কভ আরো বলেন, ‘পাখি, বাদুড় ও সরীসৃপের রোগবালাইয়ের পাশাপাশি আফ্রিকান সোয়াইন জ্বর ও অ্যানথ্রাক্স নিয়েও গবেষণার পরিকল্পনা ছিল ওয়াশিংটনের। ’
তিনি আরো বলেন, ‘মার্কিন অর্থায়নে ইউক্রেনে স্থাপিত জৈব গবেষণাগারে বাদুড়ের করোনাভাইরাস নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ’
তবে কিয়েভ ও ওয়াশিংটন উভয়েই ইউক্রেনে জীবাণু অস্ত্র উৎপাদনের গবেষণাগারের অস্তিত্ব অস্বীকার করেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত জর্জিয়ার একটি ল্যাবে যুক্তরাষ্ট্র গোপনে জৈব পরীক্ষা চালায় বলে ২০১৮ সালে অভিযোগ করেছিল রাশিয়া। জর্জিয়াও ইউক্রেনের মতো ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে (ইউ) যোগ দিতে চায়।
সূত্র: এএফপি

About The Author


Spread the love