23/12/2024

SkbTv Channel Bangla News

৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদিতে এক দিনে

Spread the love

বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্য’ এবং ‘বিপথগামী বিশ্বাস’ পোষণ করার অভিযোগে সৌদি আরব ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) আজ শনিবার একথা জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন ইয়েমেনি এবং একজন সিরীয় নাগরিক রয়েছে। সৌদি আরবের আধুনিক যুগের ইতিহাসে রাজ্যটিতে এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা।সংখ্যাটি ২০২০ সালের ২৭টি এবং ২০২১ সালের ৬৭টি কে ছাপিয়ে গেছে।
এসপিএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে বলেছে, ‘ওই ব্যক্তিরা নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের হত্যাসহ বিভিন্ন অপরাধে দোষীসাব্যস্ত হয়েছিল। ’ এতে আরো বলা হয়, ‘এই ব্যক্তিদের করা অপরাধের মধ্যে রয়েছে আইএস, আল-কায়েদা এবং হুতি বাহিনীর মতো বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্যের অঙ্গীকার করা। ’
এসপিএ-র তথ্য অনুসারে, দণ্ডিতদের কেউ কেউ ‘সন্ত্রাসী সংগঠনে’ যোগ দেওয়ার জন্য ‘সংঘাতপূর্ণ অঞ্চলে’ গিয়েছিলেন। সূত্র: আল জাজিরা

About The Author


Spread the love