সুনামগঞ্জের তাহিরপুরে শিশু ধর্ষণের পৃথক দুই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ষণেয় ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের হারুন রশিদ ওরফে ভুলা মিয়াঅপরজন উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রাজাই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে আবু কালাম ওরফে কালু মিয়া (৬০)।
শনিবার তাহিরপুর উপজেলা সদর এবং উত্তর বড়দল ইউনিয়নে টাকার প্রলোভন ও ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দুই শিশুর পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর রবিবার বিকেলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ওসি বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা