সাভারের আশুলিয়ায় পুরাতন ডিইপিজেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার পুরাতন ডিইপিজেডের প্যাকজার নামের একটি কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুল আহাদ ও ফায়ার সার্ভিস সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে স্টিল শেডের ওই একতলা কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেড়ে গেলে ডিইউজেড ফায়ার সার্ভিসের আরও একটি এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
কারখানার ওয়্যারহাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে প্যাকেজিং ও লেবেল জাতীয় মালামাল ছিল। কারখানা এবং ওয়্যারহাউজ একসাথে হওয়ায় দুটিতেই আগুন ছড়িয়ে পড়েছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব বলেন, এই মহুর্তে আমরা ছয়টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে আসলে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা