রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার বিশেষ বৈঠকে বসে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো।
এই বৈঠকে ভার্চুয়ালি কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
তিনি ন্যাটো দেশগুলোর কাছে অনুরোধ করেন, তাদের যে সকল যুদ্ধবিমান ও ট্যাংক আছে তার মধ্যে মাত্র ১ ভাগ ইউক্রেনকে দিতে।
জেলেনস্কি আকুতির সুরে বলেন, আপনাদের কয়েক হাজার যুদ্ধবিমান আছে। কিন্তু আমরা এ বিমানগুলোর মধ্য থেকে একটিও পাইনি।
জেলেনস্কির এমন অসহায় অনুরোধের পরও যুক্তরাষ্ট্রের মন গলেনি। তারা ইউক্রেনে কোনো যুদ্ধ বিমান পাঠাবে না।
গণমাধ্যম সিএনএনকে একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিমান না পাঠানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে তারা এখনো বহাল আছেন।
যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা আগেও জানিয়েছিলেন, তারা ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর বিরোধীতা করছেন কারণ যুদ্ধবিমান পাঠালে বিষয়টিকে পুতিন ভালোভাবে নেবেন না।
সূত্র: সিএনএন
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩