23/12/2024

SkbTv Channel Bangla News

কোনো চাল চালিনি: ইমরান খান

Spread the love

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে দেশটির রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে।

বুধবার ইমরান খান বলেছেন, তিনি কোনো অবস্থায়ই পদত্যাগ করবেন না। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ইমরান খান বলেন, বিরোধীরা তাদের সব চাল চেলেছে কিন্তু তারা অনাস্থা প্রস্তাবে সফল হবে না।

এ সময় ইমরান খান বলেন, আমি কোনো অবস্থায়ই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং অনাস্থা ভোটের এক দিন আগে তাদের চমক দেব।

তবে ইমরান খান ঠিক কী চমক দেবেন সে নিয়ে বিস্তারিত কিছু বলেননি। আত্মবিশ্বাসের সঙ্গে ইমরান খান বলেন, আমার ট্রাম্প কার্ড হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো চাল চালিনি।

এদিকে, সর্বশেষ দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ইমরান খানের ওপর চাপ আরও বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ক্ষমতাসীন জোটের বড় তিনটি দল বিরোধী শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে পাক সংবাদমাধ্যম জিও নিউজ বলেছে, ক্ষমতাসীন জোটের তিনটি দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি), পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ) এবং বালুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) বিরোধী শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই তিনটি দল শিগগিরই ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটে যোগ দেওয়ার প্রকাশ্য ঘোষণা দেবে।

About The Author


Spread the love