23/12/2024

SkbTv Channel Bangla News

পরবর্তী পদক্ষেপ জানাল রাশিয়া অভিযানের প্রথম পর্যায় প্রায় শেষ

Spread the love

ইউক্রেনে মস্কোর ‘সামরিক অভিযানের’ প্রথম পর্যায় প্রায় শেষ হয়ে গেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়া এবার পূর্ব ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলকে পুরোপুরি ‘মুক্ত’ করার দিকে মনোনিবেশ করবে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ সংবাদ সংস্থাগুলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা এখন ইউক্রেনের ডনবাসের লুহানস্ক অঞ্চলের ৯৩ শতাংশ এবং দোনেৎস্ক অঞ্চলের ৫৪ শতাংশ নিয়ন্ত্রণ করেছে।
তবে অভিযানের প্রথম পরযায় শেষ হলেও এখনই ইউক্রেনের অবরুদ্ধ শহরগুলোতে হামলা চালান বন্ধ করবে না এবং ইউক্রেনের আকাশসীমা বন্ধ করার কোনো চেষ্টা করা হলে রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানান, ভ্লাদিমির পুতিনের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত রুশ বাহিনীর প্রতিরোধ অব্যাহত থাকবে।

About The Author


Spread the love