23/12/2024

SkbTv Channel Bangla News

ইসরাইলে ২ পুলিশকে গুলি করে হত্যা

Spread the love

ইসরাইলে হাদেরা শহরে রোববার দুই আরব বন্দুকধারীর গুলিতে দেশটির দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
এ ঘটনার পর হামলাকারী দুই আরব ইসরাইলিকেও গুলি করে হত্যা করেছে পুলিশ। খবর আলজাজিরার।
এদিকে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।
ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা জানান, রাজধানী তেলআবিব থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত হাদেরা শহরে পুলিশ কর্মকর্তাদের ওপর হওয়া ওই হামলায় অভিযুক্ত দুই হামলাকারী ইসরাইলের আরব নাগরিক। তারা আইএসের সমর্থক বলেও দাবি ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের।
এদিকে হামলা চালিয়ে ইসরাইলি দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমরা ইসরাইলে সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। আমরা আমাদের ইসরাইলি মিত্রদের পাশে আছি এবং নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।
এর আগে ইসরাইলের একটি বিপনিবিতানে দেশটির একজন আরব নাগরিকের হামলায় চারজন ইসরাইলি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন।

About The Author


Spread the love