মাস্ক পরাসহ সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার। মারাঠি নববর্ষ উপলক্ষ্যে শনিবার থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে বলে রাজ্য সরকারের বরাত দিয়ে এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকেও একই ঘোষণা দেওয়া হয়েছে।
মারাঠি এবং কোঙ্কানি হিন্দুদের ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে বসন্ত উৎসবের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় জানায়, মহারাষ্ট্রে সব কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছে।
২ এপ্রিল শনিবার গুড়ি পারওয়া (মারাঠি এবং কোঙ্কানি হিন্দুদের ঐতিহ্যবাহী নববর্ষ) উপলক্ষ্যেই এই বিধিনিষেধ তুলে নেওয়া হয় বলে টুইট বার্তায় জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রায় দুই বছর পর সব বিধিনিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে সাংবাদিকদের জানিয়েছেন।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩