30/09/2024

SkbTv Channel Bangla News

প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দিল রাশিয়া ইউক্রেনের

Spread the love

রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে, সমূদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র উড়িয়ে দিয়েছে তারা। খবর সিএনএনের।
স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্রটি ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত।
স্পেশাল ফোর্সের স্থাপনায় হামলা চালানোর ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাসেনকোভ বলেন, ৪ এপ্রিল সন্ধ্যায় দ্রুত গতির ক্ষেপণাস্ত্র ওচাকিভে অবস্থিত ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, এ কেন্দ্রটি বিদেশী ভাড়াটে সেনাদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
রাশিয়ার এমন দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি সিএনএন।
ইউক্রেনের হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধ করতে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এই স্বেচ্ছাসেবীদের ভাড়াটে যোদ্ধা হিসেবে অবহিত করে থাকে রাশিয়া।
এদিকে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশটির আরও চারটি জ্বালানি ডিপো উড়িয়ে দেওয়ার দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি জানিয়েছেন, ক্রেমেনেটস, চেরকাসি, ঝাপোরজিয়া এবং নোভোমোসকসেভস্কে অবস্থিত জ্বালানি ডিপো ধ্বংস করেছে রাশিয়া।
সূত্র: সিএনএন

About The Author


Spread the love