১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করেছেন ৩৪ বিজিবির ঘুমধুম বিওপির জোয়ানরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত জনপদ ঘুমধুমে ।
জানা যায় বিজিবি সূত্রে , রোববার ১০ এপ্রিল আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিওপির নায়েব সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে ফোর্স নিয়ে ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করেন।
আটককৃত আসামি ঘুমধুম নোয়াপাড়া এলাকার মো. সৈয়দ কাশেমের পুত্র রোবেল হোসেন (২১)।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মেহেদি হোসাইন কবির।
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা