24/12/2024

SkbTv Channel Bangla News

জাতীয় পরিষদের সদস্য নন ইমরান খান

Spread the love

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইয়ের মোট ১২৩ জন সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার কাসেম সুরি।
১১ এপ্রিল জাতীয় পরিষদে নিজেদের পদত্যাগ পত্র জমা দেন তারা।
বৃহস্পতিবার তাদের সেই আবেদন গ্রহণ করায় এখন ইমরান খান আর জাতীয় পরিষদের সদস্য নন।
এদিকে পিটিআইয়ের যে ১২৩ জন সদস্য পদত্যাগ করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার একটি টুইট করেছেন সাবেক প্রধানমন্ত্রী।
টুইটে তিনি বলেন, ১২৩ জন জাতীয় পরিষদের সদস্যদের আমি ধন্যবাদ জানাতে চাই যারা সার্বভৌম পাকিস্তানের পক্ষে ও যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকার পরিবর্তনের মাধ্যমে আসামী, দন্ডপ্রাপ্ত ও জামিনে থাকা ব্যক্তিদের ক্ষমতায় আনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
এটি একটি দেশের জন্য সত্যিই অপমাননজক ব্যাপার।
এদিকে ১১ এপ্রিল অনেক নাটকীয়তার পর ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হয়।
সেদিন ইমরানের বিরুদ্ধে অনাস্থা জানান ১৭৪ জন সদস্য।
এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারা বেঁছে নেন মুসলিম লিগ-এন এর প্রধান শাহবাজ শরীফকে।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরের দিন দেশটির ২৩তম রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন তিনি।
সূত্র: জিও নিউজ

About The Author


Spread the love