24/12/2024

SkbTv Channel Bangla News

যা বললেন সৌদি যুবরাজ ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনকে

Spread the love

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন। শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিতে করে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ফোনে পুতিন প্রিন্স সালমানের সঙ্গে ইউক্রেন পরিস্থিতির পাশাপাশি ইয়েমেনের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
এ সময় তারা পেট্রোলিয়াম রপ্তানিকারক এবং এর মিত্র দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের গঠন নিয়ে ‘ইতিবাচক মূল্যায়ন’ করেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
এ সময় ক্রাউন প্রিন্স পুতিনকে রাশিয়া-ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য সৌদির সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন বলে শনিবার সৌদি আরবের একটি সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।
একটি মাসিক প্রতিবেদনে ওপেক জানায়, ২০২২ সালে বিশ্বের তেলের চাহিদা প্রতিদিন ৩ দশমিক ৬৭ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পাবে।
ফেব্রুয়ানিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে তেলের দাম প্রতি ব্যারেল ১৩৯ মার্কিন ডলারের বেশি বেড়েছে। যা ২০০৮ সালের পর থেকে সর্বোচ্চ। তেলের দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

About The Author


Spread the love