বরগুনায় শামসুন্নাহার নামে এক গৃহবধূ একই সঙ্গে (তিন) সন্তান জন্ম দিয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বরগুনার একটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন।
এমন ঘটনায় বরগুনাবাসীর মধ্যে এক চাঞ্চল্য দেখা দিয়েছে। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে
হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সাদিয়া পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন সন্তানের জননী শামসুন্নাহার বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী।
শামসুন্নাহারের এক স্বজন আনিসুর রহমান জানান, পরিবারটি আগে থেকেই জানতো যে, শামসুন্নাহার এক সঙ্গে তিন সন্তানের জন্ম দেবেন। এজন্য তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
এ বিষয়ে ওই হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক জানান, মঙ্গলবার শামসুন্নাহার নামের এক প্রসূতি হাসপাতালে ভর্তি হন। পরে ড. সাদিয়া পারভীন তাকে নরমাল ডেলিভারি করে (তিন) সন্তান প্রসব করান।
গাইনি বিশেষজ্ঞ ডা. সাদিয়া পারভীন জানান, শামসুন্নাহার ডেলিভারির জন্য মঙ্গলবারে ভর্তি হন। বুধবার সকালে স্বাভাবিক প্রক্রিয়াতে তিনি (তিন) সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ রয়েছেন।
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা