23/12/2024

SkbTv Channel Bangla News

আহত ৪০ মাঝ আকাশে ঝড়ের কবলে যাত্রীবোঝাই বিমান

Spread the love

ভারতে মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে যাত্রীবোঝাই একটি বিমান।মুম্বাই থেকে রওয়ানা দিয়েছিল স্পাইস জেট এয়ারলাইন্সের ওই বিমানটি।

প্রবল ঝাঁকুনিতে বিমানের অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেয়েছে।খবর আনন্দবাজার পত্রিকার।

এদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বিমানটি ঝড়ের কবলে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

About The Author


Spread the love