শ্রীলংকায় সোমবার হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়েছে রাজনৈতিক পরিস্থিতি। এদিন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে পদত্যাগ করেন।
আর এরপরই সরকার বিরোধী বিক্ষোভকারীরা বেপরোয়া হয়ে ওঠেন। সংঘর্ষে সরকারদলীয় অমরকীর্থী নামে একজন এমপি ও তার ব্যক্তিগত রক্ষী মারা গেছেন।
তবে পুলিশ জানিয়েছে, জনরোষ থেকে বাঁচতে ওই এমপি আত্মহত্যা করেন।
এখন খবর আসছে দেশটির একজন এমপি ও একজন সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সাবেক মন্ত্রী জনস্টন ফার্নান্দোর মাউন্ট লাভিনিয়ার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এরপর এমপি সনাৎ নিশান্থার বাড়িতে হামলা করে বিক্ষোভকারীরা। হামলা শেষে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এদিকে সদ্যই পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসের সমর্থকদের সঙ্গে সোমবার সকালে সংঘর্ষ বেধে যায় বিরোধী দলীয় সমর্থকদের।
এরপর কার্ফিউ অমান্য পুরো শ্রীলংকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।
অবস্থা বেগতিক দেখে রাজাপাকসে ক্ষমতা ছেড়ে দেন।
গত কয়েকদিনের এ বিক্ষোভে একজন এমপিসহ তিনজন ব্যক্তি মারা গেছেন।
জ্বালানি সংকট, প্রয়োজনীয় সামগ্রীর সংকট ও উচ্চ মূল্যের কারণে কয়েকদিন ধরে রাজাপাকসের পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন বিরোধী সমর্থকর ও সাধারণ শ্রীলংকানরা।
কিন্তু সোমবার এ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বিভিন্ন স্থান থেকে বাসে করে নিজের সমর্থকদের আনেন রাজাপাকসে।
তারা এসে শান্তি প্রিয় বিক্ষোভকারীদের ওপর হামলা করেন। তাদের তাঁবু, ব্যানার, প্ল্যাকার্ড পুড়িয়ে দেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এরপরই সংঘর্ষ বেধে যায়। যা সারা দেশে ছড়িয়ে পড়ে।
সূত্র: এনডিটিভি
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩