24/12/2024

SkbTv Channel Bangla News

চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ

Spread the love

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮রান। উইকেটে ১১৪* রান নিয়ে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আগামীকাল দ্বিতীয় দিন শ্রীলঙ্কার লক্ষ্য স্কোরটা পাঁচশর দিকে নিয়ে যাওয়া।আরা বাংলাদেশ চায় অতিথিদের চারশর নিচেই থামাতে।
নিজেদের প্রথম ইনিংসেই বড় স্কোর করে বাংলাদেশকে চাপে রাখতে চায় শ্রীলঙ্কা। কারণ চট্টগ্রামের উইকেটে ধীরে ধীরে স্পিন ধরবে। তখন ব্যাট করা মুশকিল হয়ে যাবে। তাই আজ ফিফটি করা কুশল মেন্ডিস বলেন, ‘প্রথম দিনে ২৫৮ রান বেশ ভালো স্কোর। উইকেট খুব ভালো। ৪০০ বা ৫০০ রান এখানে ভালো স্কোর হতে পারে। কালকে আমরা চাইব ৫০০ ছাড়াতে।
ক্রিজে দুই অভিজ্ঞ ম্যাথুজ-চান্দিমাল তো আছেনই, এখনও ব্যাটিং করেননি নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিসরা। তাই স্কোর বড় হলে বিপদটা আন্দাজ করতে পারছেন বাংলাদেশের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ, ওরা ৪ উইকেটে ২৫৮ রান করেছে, আমি নিশ্চিত কাল সকালে যত দ্রুত সম্ভব আমাদের দুটি উইকেট নিতে হবে। আমরা ওদের চারশ রানের নিচে থামাতে চাই। তাই আর ১২০-১৩০ রানের মধ্যে ওদের বাকি ছয় উইকেট নিতে হবে।

About The Author


Spread the love