রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতা নিয়ে জল্পনা থামছেই না। এরই মধ্যে এলো নতুন খবর। ক্রিস্টোফার স্টিল নামে সাবেক এই ব্রিটিশ গুপ্তচর দাবি করেছেন, অসুস্থতার কারণে পুতিনের আশেপাশে সবসময় একদল চিকিৎসক অবস্থান করে। এছাড়া চিকিৎসার জন্য পুতিন প্রায় বৈঠকের মাঝে বিরতি নেন।
সাবেক এই গুপ্তচর মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর তথ্যপঞ্জি লিখেছেন। এছাড়া ২০১৬ সালের মার্কিন নির্বাচনী প্রচারে রাশিয়ান হস্তক্ষেপের অভিযোগ করেন ক্রিস্টোফার স্টিল।এর আগে ক্রিস্টোফার স্টিল দাবি করেন, পুতিন গুরুতর অসুস্থ। তবে পুতিনের ঠিক কি অসুস্থতা তা পরিষ্কার নয় বলে দাবি করেন তিনি। এবার এলবিসি রেডিওকে ক্রিস্টোফার স্টিল বলেন, পুতিনের আশেপাশে সবসময় একদল চিকিৎসক থাকে।
তিনি আরও বলেন, ‘দেশটির নিরাপত্তা পরিষদের যে বৈঠকগুলো প্রায় এক ঘণ্টা স্থায়ী বলে দেখানো হয় সেগুলো আসলে কয়েকটি ভাগে বিভক্ত- এসময় পুতিন বৈঠকের বাইরে যান এবং এক ধরণের চিকিৎসা গ্রহণ করেন।ক্রিস্টোফার স্টিল আরও দাবি করেন, স্পষ্টভাবে তিনি গুরুতর অসুস্থ। আমি বলতে চাচ্ছি এটি কতটা ‘প্রান্তীয় বা নিরাময়যোগ্য’ তা পরিষ্কার নয় …আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি না। তবে এ কারণে অবশ্যই এই মুহূর্তে রাশিয়ার শাসনব্যবস্থায় খুব গুরুতর প্রভাব ফেলছে।
ক্রিস্টোফার স্টিলের বরাত দিয়ে এলবিসি রেডিও বলেছে, পুতিন ক্রেমলিনে দুর্বলতা দেখানো এড়াতে চেষ্টা করছেন। সূত্র: এনডিটিভি, ইন্ডিপেনডেন্ট।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩