23/12/2024

SkbTv Channel Bangla News

লড়ছেন ইউক্রেনীয় সেনারা সেই রাস্তাটি দখলে রাখতে

Spread the love

সম্মুখ ভাগের সেভারোদোনেৎস্কের প্রধান রাস্তাটি নিজেদের দখলে রাখতে ইউক্রেনীয় সেনার প্রাণপণ লড়াই করছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সেভারোদোনেৎস্কে থাকা ইউক্রেনীয় সেনাদের কাছে রশদ পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা হলো এটি। এই রাস্তা রাশিয়ার হাতে চলে গেলে সেখানে থাকা ইউক্রেনীয় সেনারা বিপদে পড়ে যাবেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতোজায়ানেক বুধবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, রশদ পৌঁছে দেওয়ার বিকল্প রাস্তা আছে।

রাশিয়ার সেনারা সেভারোদোনেৎস্ককে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে।

তিনি আরও জানান, রাশিয়ার লক্ষ্য হলো শহরটিকে পুরোপুরি ঘিরে ফেলা এবং সেভারোদোনেৎস্ক, লাইশচান্সক ও রুবিজনের দখল নেওয়া। এর মাধ্যমে পুরো লুহানেস্ককে রাশিয়ার অধীনে নিয়ে আসতে চায় তারা।

এদিকে পূর্ব দোনবাসের প্রায় অর্ধেক অঞ্চল জুড়ে রয়েছে লুহানেস্ক।  এই দোনবাসে রাশিয়া এখন তার সব মনোযোগ দিয়েছে।

অনেকের বিশ্বাস, যদি রুশ সেনারা দোনবাসের দখল নিতে পারেন তখন ইউক্রেনে জয় পাওয়ার দাবি বা ঘোষণা দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র: বিবিসি

About The Author


Spread the love