গাছে লিচু পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে সিয়াম (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র। শুক্রবার বিকালে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের মাস্তানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সিয়াম ওই এলাকার সাঈদুর রহমানের ছেলে ও হলি চাইল্ড স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী জানান, মাস্তানবাজার এলাকার সমশের আলীর বাগানে শুক্রবার বিকালে লিচু পাড়তে যায় সিয়াম। এ সময় লিচু গাছের পাশ দিয়েই সেচপাম্পের বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা