30/09/2024

SkbTv Channel Bangla News

ইসরাইল সরকারের দুই সপ্তাহের মধ্যে পতন হতে পারে

Spread the love

ইসরাইলের ভঙ্গুর জোট সরকার পতনের দ্বারপ্রান্তে আছে।
সোমবার বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের নির ওরবাচ নামে একজন সদস্য জানান, তিনি আর সরকারের সঙ্গে নেই।
এরপরই ইসরাইলের বর্তমান সরকার পতনের মুখে পড়েছে।
বিভিন্ন আদর্শের দল নিয়ে জোট গঠন করেছিলেন নাফতালি বেনেট। তার সঙ্গে জোট বেধেছিল কট্টর ডানপন্থি ও আরব দলগুলো। এ জোটের কারণে ১২ বছর পর প্রধানমন্ত্রিত্ব হারান বেনজামিন নেতানিয়াহু।
নির ওরবাচ সরকার থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে বলেন, আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, আমি আর জোটের অংশ নেই।
তার দাবি, সংসদের উগ্রপন্থি ও ইহুদি বিরোধীরা সদস্যরা জোটকে সমস্যার দিকে নিয়ে গেছেন।
তবে তিনি জানিয়েছেন, তিনি চাননা আরেকটি নির্বাচন হোক এবং সংসদ ভেঙে দেওয়ার জন্য ভোট দেবেন না।
কিন্তু তিনি দল ছাড়ায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে নাফতালি বেনেটের জোট টিকিয়ে রাখতে যে কজন সংসদ সদস্য সেটি কমেছে।
বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে ২ জন সদস্য কম আছে বেনেটের জোটে।
আর নির ওরবাচ সরকার ছাড়ার ঘোষণা দেওয়ার পর এর প্রতিক্রিয়ায় অবৈধ ইহুদি দেশটির প্রধানমন্ত্রী বেনেট জানিয়েছেন, দুই-এক সপ্তাহের মধ্যে সরকারের পতন হয়ে যেতে পারে, যদি ওই এমপি ফিরে না আসেন।
তিনি বলেছেন, যদি তারা ফিরে না আসেন তাহলে আমরা সরকার চালাতে পারব না।
নির ওরবাচ হলেন বেনেটের দল ইয়ামিনা পার্টির তৃতীয় সদস্য যিনি দলত্যাগ করেছেন। বর্তমানে বেনেটের দলের মাত্র চারজন সদস্য জোট সরকারে আছেন।
সূত্র: আল আরাবিয়া

About The Author


Spread the love