রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে একটি গোলাবারুদের গুদামে শেল বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। জরুরি পরিষেবার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে। খবর আল জাজিরার।
তবে ওই শেল কী কারণে বিস্ফোরিত হলো তা জানা যায়নি।
এদিকে, এর আগে গত সোমবার ইউক্রেনের ছোড়া গোলায় রাশিয়ার একটি সীমান্ত শহরের একজন বেসামরিক ব্যক্তি আহত হন বলে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ দাবি করেছিলেন।
আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে এক পোস্টে দাবি করেন, সুজেমকা এলাকায় ইউক্রেনের ছোড়া গোলায় একজন ইলেকট্রিশিয়ান আহত হয়েছেন। গোলাগুলিতে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বিদ্যুৎ সঞ্চালন সুবিধা ধ্বংস হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেছিলেন, ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্কে ওই হামলা স্থানীয় সময় সোমবার ভোরে চালানো হয়।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩