23/12/2024

SkbTv Channel Bangla News

ঋণ খেলাপি প্রথমবার ১৯১৮ সালের পর রাশিয়ার

Spread the love

এক শতকেরও বেশি সময় পর রাশিয়া প্রথমবারের মতো ঋণখেলাপি হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে।
তবে ঋণ খেলাপি হওয়ার খবর নাকচ করে দিয়েছে ক্রেমলিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া মে মাসে বন্ড পেমেন্ট করেছে তবে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোক্লিয়ায় অবরুদ্ধ করাটা ‘আমাদের সমস্যা নয়’।
এর আগে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, রোববার রাশিয়া ঋণ পরিশোধে ব্যর্থ হয়। ঋণের ১০০ মিলিয়ন অর্থ রাশিয়ার হাতে রয়েছে এবং তারা দিতেও চায়, কিন্তু নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ঋণদাতাদের অর্থ পরিশোধ অসম্ভব করে তুলেছে।
ব্লুমবার্গ জানায়, ক্রেমলিন এ খেলাপি পরিস্থিতি এড়ানোর জন্য বদ্ধপরিকর ছিল। কিন্তু এ পরিস্থিতি দেশটির মর্যাদার ওপর বড় ধরনের আঘাত।
এর আগে ঋণ পরিশোধ না করে রাশিয়া খেলাপি হয়েছিল ১৯১৮ সালে। বলশেভিক বিপ্লবের সময় নতুন কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেলিন রাশিয়ার ঋণ পরিশোধ করতে অস্বীকার করেছিলেন।
যে কোনো ধরনের ঋণ পরিশোধে রাশিয়া সর্বশেষ খেলাপি হয় ১৯৯৮ সালে। বরিস ইয়েলৎসিনের বিশৃঙ্খল পতনের সময় রুবলের সংকট দেখা দিলে অভ্যন্তরীণ বন্ডগুলোতে অর্থ দিতে ব্যর্থ হয়েছিল মস্কো। তবে বিদেশি ঋণ পরিশোধে খেলাপি হয়নি।

About The Author


Spread the love