তার অন্ধ ভক্ত ছাড়া বাকিদের অনেকেই ভ্রূ কুচকেছিলেন। সমালোচকরাও কম যাননি। সমালোচনার তীর ছুড়েছিলেন সাকিব আল হাসানের গায়ে। বিশ্বকাপের মত বড় আসরের আগে যখন গোটা দল ভিনদেশি কোচিং স্টাফের অধীনে একাগ্রচিত্তে নিবিড় অনুশীলনে ব্যস্ত, তখন সাকিব ছিলেন আইপিএল খেলতে ভারতে। তা নিয়ে কটাক্ষ ও তীর্যক মন্তব্য কম হয়নি।
কিন্তু পরে বিশ্বকাপে সাকিব ব্যাট-বল হাতে জ্বলে উঠে সমালোচকদের মুখ বন্ধ করে দেন। ভক্তরা নিজেদের প্রিয় তারকার উদ্ভাসিত ব্যাটিং নৈপুণ্য দেখে উদ্বেলিত হয়ে পড়েন। আর অতিবড় সাকিব বিরোধীর মুখেও ‘চুনকালি’ মেখে যায়। তারা হয়ে যান হতবাক ও বিশ্বকাপের মাঠে সাকিব বনে যান ‘মহানায়ক
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩