23/12/2024

SkbTv Channel Bangla News

এবার লন্ডনকে ‘হায়দরাবাদ বানিয়ে নেবেন সাকিব

Spread the love

তার অন্ধ ভক্ত ছাড়া বাকিদের অনেকেই ভ্রূ কুচকেছিলেন। সমালোচকরাও কম যাননি। সমালোচনার তীর ছুড়েছিলেন সাকিব আল হাসানের গায়ে। বিশ্বকাপের মত বড় আসরের আগে যখন গোটা দল ভিনদেশি কোচিং স্টাফের অধীনে একাগ্রচিত্তে নিবিড় অনুশীলনে ব্যস্ত, তখন সাকিব ছিলেন আইপিএল খেলতে ভারতে। তা নিয়ে কটাক্ষ ও তীর্যক মন্তব্য কম হয়নি।

কিন্তু পরে বিশ্বকাপে সাকিব ব্যাট-বল হাতে জ্বলে উঠে সমালোচকদের মুখ বন্ধ করে দেন। ভক্তরা নিজেদের প্রিয় তারকার উদ্ভাসিত ব্যাটিং নৈপুণ্য দেখে উদ্বেলিত হয়ে পড়েন। আর অতিবড় সাকিব বিরোধীর মুখেও ‘চুনকালি’ মেখে যায়। তারা হয়ে যান হতবাক ও বিশ্বকাপের মাঠে সাকিব বনে যান ‘মহানায়ক

About The Author


Spread the love