বলিউডে পা রাখতে চলেছেন সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রী। তাকে অবনীশ বরজাতির ছবিতে দেখা যেতে পারে। অবনীশ বরজাতি সুরজ বরজাতিয়ার ছেলে।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, আলিজে অগ্নিহোত্রীর বিপরীতে অভিনয় করতে পারেন সানি দেওলের ছোট ছেলে রাজভীর। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ ছাড়া বেশ কয়েকজন তরুণ অভিনেতাও এতে অভিনয় করবেন।
ছবিটি রোমান্টিক কমেডি ধাঁচের হতে পারে। দীপিকা পাডুকোন অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো গল্প হতে পারে এটির।
এর আগে খবর উঠেছিল দাবাং থ্রি’ সিনেমাতে অভিনয় করবেন আলিজে অগ্নিহোত্রী। কিন্তু তার সত্যতা আর মেলেনি।
আলিজে হচ্ছেন সালমান খানের বোন আলভিরা ও তার স্বামী অতুল অগ্নিহোত্রীর মেয়ে।
More Stories
বাংলাদেশে আসছে শাহরুখের ( পাঠান )
বন্যার্তদের পাশে আমির খান আসামে
অশ্লীল মেসেজ করতেন পিকে! ব্রাজিলিয়ান মডেলকে