করোনার ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত।
প্রতিদিনই লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। সেই তালিকায় যুক্ত হচ্ছে তারকাদের নাম। এবার করোনায় হয়েছেন দক্ষিণ ভারতের অভিনেতা আল্লু অর্জুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লু নিজেই এই খবর জানিয়েছেন।
বুধবার (২৮ এপ্রিল) এক টুইটার পোস্টে আল্লু অর্জুন লিখেছেন, করোনা টেস্টে আমার রিপোর্ট পজিটিভ হয়েছি। বাড়িতে আইসোলেসনে আছি। সেই সঙ্গে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলছি।
এছাড়া যারা তার সংস্পর্শে এসছিলেন তাদের করোনা টেস্ট করাতে বলেন এই অভিনেতা। বলেন, যারা আমার সংস্পর্শে এসেছেন তাদেরকে করোনা টেস্ট করে নিতে অনুরোধ করছি। আমাকে নিয়ে উদ্বিগ্ন হতে হবে না, কারণ আমি ভালোই আছি। ‘বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ এলে ভ্যাক্সিন নিয়ে নিন।’
More Stories
বাংলাদেশে আসছে শাহরুখের ( পাঠান )
বন্যার্তদের পাশে আমির খান আসামে
অশ্লীল মেসেজ করতেন পিকে! ব্রাজিলিয়ান মডেলকে