চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃষ্টির সময় বজ্রপাতে নারী-শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আড়াইটা থেকে ৩টার মধ্যে বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোহড়মা গ্রামের এনামুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭), একই উপজেলার সুন্দরপুর সাবানিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল আমিন (১২) এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার বিপ্লবের মেয়ে খুশি খাতুন (১২) ও লালকোপড়া গ্রামের নাজমুল ইসলামের মেয়ে সাদিয়া (১০)।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ জানান, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া ও গালা ইউনিয়নের পাড়া দুগালি গ্রামে এ ঘটনা ঘটে। এদিন বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে চিথুলিয়া গ্রামের আজগর আলীর পুত্র হাসেম আলী (২৬) ও পাড়া দুগালি গ্রামের আজম ব্যাপারীর পুত্র নবম শ্রেণি ছাত্র আজমল হোসেন (১৪) মারা যান। এছাড়া মেয়ের বাড়ি থেকে ফেরার পথে চিথুলিয়া গ্রামের ছোরমান আলীর স্ত্রী সাকেরা খাতুন (৫৫) বজ্রপাতে মারা যান।
More Stories
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
মৃত্যু বেড়ে ১০৭ দেশে বন্যায়