২০১৫ বিশ্বকাপের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত ইমরুল কায়েস ২২ টি ওডিআই ম্যাচে রান করেছে যথাক্রমে:- ৭৬(৮৯) ৭৩(৯৫) ৩৭(৫৩) ১১২(১১৯) ১১(১৮) ৪৬(৫৮) ১৬(২১) ৫৯(৮৯) ৪৪(৬২) ১৯(২০) ০৬(১৬) ৩১(৪৩) ৬৮(৭৭) ১(০৬) ৭২(৮৯)* ৯(১০) ২(১২) ১৪৪(১৪০) ৯০(১১১) ১১৫(১১২) ৪(০২) ০(০৬) = ১০৩৫ (১২৩৮) ইমরুলের ওডিআইতে ব্যাটিং গড় ৪৯.২৯ এবং স্ট্রাইক-রেট ৮৩.৬০। পাঁচটি অর্ধ-শতক এবং তিনটি শতক এর সাহায্যে ১০৩৫ রান করেছে। ইমরুল ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ১৯৫ বলে ১৬৯ রান করেছে। নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচে ১৭২ বলে ১১৯ রান করেছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচে ১২৬ বলে ১০০ রান করেছে। এই ২২ টা ম্যাচের মধ্যে ১৪ টা ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করেছে, ০৬ টা ম্যাচে তিন নাম্বারে ব্যাট করেছে এবং ০২ টা ম্যাচে ছয় নাম্বারে ব্যাট করেছে। এই পক্ষপাতদুষ্ট টিম ম্যানেজমেন্ট ২২ টা ম্যাচের মধ্যে তার ব্যাটিং পজিশন পাঁচবার পরিবর্তন করেছে। তারপরও এক দল অন্ধ পাবলিক জিম্বাবুয়ে বাদে বাকি তিনটা হাইভোল্টেজ টিমের বিপক্ষে ইমরুলের পারফর্ম্যান্স দেখতে পায় না।
More Stories
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
মৃত্যু বেড়ে ১০৭ দেশে বন্যায়