23/12/2024

SkbTv Channel Bangla News

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে ই–ভ্যালির সাধুবাদ

Spread the love

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে ই–ভ্যালির সাধুবাদ

ই-কমার্সের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি। গ্রাহক পণ্যের সরবরাহ বুঝে পাওয়ার পরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সেই পণ্যের মূল্য পাবে, এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স নিয়ে বহুপক্ষীয় বৈঠক হয়। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির পরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো মূল্য পাবে। বাংলাদেশ ব্যাংক এসব লেনদেন নিয়ন্ত্রণ করবে।এ বিষয়ে ই–ভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘গণমাধ্যমের সূত্রে বিষয়টি আমরা জেনেছি। বিষয়টিকে আমরা স্বাগত জানাই। এ ছাড়া শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি পরিচালন নির্দেশিকা করা হবে, যাতে পণ্য ডেলিভারির আগে পেমেন্ট নেওয়া না হয়। ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তারা পেমেন্ট নিয়ন্ত্রণ করবে।’
রাসেল আরও বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত ই-কমার্স নীতিমালা নেই। ই-ভ্যালি নিজেও দীর্ঘদিন এই নীতিমালার কথা বলে আসছে। আজকের এ সিদ্ধান্ত সেই নীতিমালা প্রণয়নের প্রথম ধাপ বলেই তিনি বিশ্বাস করেন। এর ফলে গ্রাহক, বিক্রেতা, ই-কমার্সসহ পুরো ইকো সিস্টেমই উপকৃত হবে। আর এ সিদ্ধান্ত শুধু ই–ভ্যালি নয়, বরং সবার জন্যই প্রযোজ্য হবে। সে জন্য তিনি একে সাধুবাদ জানান।

About The Author


Spread the love