23/12/2024

SkbTv Channel Bangla News

উড়তে না উড়তেই বিমানের দরজা খুলে যাত্রীর ঝাঁপ, অতঃপর…

Spread the love

উড়তে না উড়তেই বিমানের দরজা খুলে যাত্রীর ঝাঁপ, অতঃপর…

বিমান চলতে না চলতেই প্রথমে বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করেছিলেন। তাতে বিফল হলেও বিমানের একটা দরজা খুলে ফেলেন তিনি। তারপর চলন্ত বিমান থেকে ঝাঁপ দিলেন আমেরিকার এক যাত্রী।
কেন তিনি এমনটা করলেন? তা জানা না গেলেও শুক্রবার ওই ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ওই যাত্রীর চোট লাগলেও তা গুরুতর নয়।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এমন ঘটনায় হতবাক লস অ্যাঞ্জেলস বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, স্কাই ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট-৫৩৬৫ সল্টলেকের উদ্দেশে রওনা হয়েছিল। তবে তার মাঝপথেই এই বিপত্তি।
চলন্ত বিমান ছেড়ে লাফ দেওয়ার পর ওই যাত্রী ইমার্জেন্সি স্লাইড দিয়ে গিয়ে পড়েন টারম্যাকের উপর। তাই তার দেহে আঁচড় লাগলেও চোট গুরুতর নয়। যদিও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে গোটা কাণ্ডে পুলিশের খাতায় নাম উঠে গেছে ওই যাত্রীর।

About The Author


Spread the love