24/12/2024

SkbTv Channel Bangla News

ধর্ষণের শিকার নারীকে ‘দুশ্চরিত্রা’ দেখানো যাবে না

Spread the love

ধর্ষণের শিকার নারীকে ‘দুশ্চরিত্রা’ দেখানো যাবে না

ধর্ষণ মামলায় ধর্ষণের শিকার ব্যক্তির চরিত্র নিয়ে ‘নেতিবাচক’ মন্তব্য করার বিধান আইন থেকে বাদ যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ধরনের বিধান বাদ দেওয়াসহ বিদ্যমান সাক্ষ্য আইন সংশোধন করে সংসদের আগামী অধিবেশনে তা তোলা হবে বলে জানান তিনি।আজ বুধবার সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলের সাংসদদের বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী এ তথ্য জানান। এর আগে জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা ছাঁটাই প্রস্তাবেরও পর তাঁদের বক্তব্য দেন। এ সময় জাতীয় পার্টির সাংসদ শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমানসহ একাধিক সাংসদ সাক্ষ্য আইনটিকে যুগোপযোগী করার প্রস্তাব তোলেন।এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘সাক্ষ্য আইনের ১৫৫ ধারায়, এখানে রেপ কেসে ভিকটিমের চরিত্র নিয়ে কথা বলার একটা সাবসেকশন আছে। সেটাকেও পরিবর্তন করার জন্য আমি নির্দেশনা পেয়েছি। সেটাও পরিবর্তন হচ্ছে। আমার মনে হয়, পূর্ণাঙ্গভাবে সেপ্টেম্বর মাসে যে সংসদ অধিবেশন হবে, সেখানে আইন নিয়ে আসতে পারব।’
সাক্ষ্য আইন ১৮৭২-এর ১৫৫(৪) ধারায় অনুসারে কোনো ব্যক্তি যখন বলাৎকার বা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফৌজদারিতে সোপর্দ হন, তখন দেখানো যেতে পারে যে অভিযোগকারিণী সাধারণভাবে দুশ্চরিত্রা। ধর্ষণের অভিযোগে সাধারণত নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

About The Author


Spread the love