23/12/2024

SkbTv Channel Bangla News

তিউনিশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে।

Spread the love

তিউনিশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রকৌশলী নাজলা বাউডেন রোমধান নাম ঘোষণা করেছেন।এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, নাজলা বাউডেন রোমাধান এর আগে ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন। তার সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।
দুই মাস আগে বিক্ষোভের মুখে পড়ে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। গত সপ্তাহে তিনি নতুন ডিক্রি জারি করেছেন। এতে তার ক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়। বলা হয়, দেশ পরিচালনায় নিরংকুশ ক্ষমতা পাবেন কায়েস সাঈদ। এ পদক্ষেপকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা উল্লেখ করে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা।

About The Author


Spread the love