24/12/2024

SkbTv Channel Bangla News

কারখানার বাথরুমে পরিছন্নকর্মীকে ধর্ষণ

Spread the love

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানার বাথরুমে প্রাণনাশের ভয় দেখিয়ে এক পরিছন্নকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার বিকালে ফতুল্লার শিল্পনগরী বিসিক শাসনগাঁও এলাকায় একটি কারখানার বাথরুমে এ ঘটনা ঘটে।
এতে সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন ওই পরিছন্নকর্মী।
মামলায় উল্লেখ করা হয়, নওগাঁ জেলার আত্রাই থানার মধুগুরনই গ্রামের আ. লতিফের ছেলে রুবেল ওই কারখানায় চাকরি করে। একই কারখানায় চাকরি করায় ২৯ বছর বয়সের নারী পরিছন্নকর্মীকে কারখানার বাথরুম পরিষ্কার করার সময় একা পেয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় রুবেল।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মামলা হয়েছে। রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

About The Author


Spread the love