24/12/2024

SkbTv Channel Bangla News

সাকিবদের সামনে বড় টার্গেট ট্রফি ছুঁতে

Spread the love

শেষ হাসি হাসবে কোন দল? সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের হাতে কি উঠবে তৃতীয় শিরোপা নাকি চতুর্থবারের মতো ট্রফি উৎসবে মাতবে মহেন্দ্র সিং ধোনির দল? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দ্বাদশ আসরের শিরোপা কার হাতে ওঠে তা দেখতে অপেক্ষা আর কিছুক্ষণ।
ট্রফি উঁচিয়ে ধরতে সাকিবদের প্রয়োজন ১৯৩ রান। এর আগে ফাইনাল ম্যাচে শিরোপার লক্ষ্যে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কেকেআর। তিন উইকেটে ১৯২ রান করে চেন্নাই সুপার কিংস।
ওপেনার ঋতুরাজ ২৭ বলে ৩২ রান করে সাজঘরে ফিরলেও কেকেআর বোলিংদের ভুগিয়েছে আরেক ওপেনার ফাফ দু প্লেসি। সিভাম মাভির বলে ক্যাচ তোলার আগে ৫৯ বলে ৮৬ রান তুলে নেন এই ওপেনার। শেষে রবিন উথাপ্পার ১৫ বলে ৩১ এবং মঈন আলীর ২০ বলে ৩৭ ঝড়ো ইনিংসে ভর করে বড় টার্গেট দেয় সাকিবদের।
আইপিএলের সফলতম দলগুলোর একটি হলো চেন্নাই। এ পর্যন্ত তিনবার শিরোপা জিতেছে তারা। অন্যদিকে, দুইবার ফাইনালে উঠে দুইবারই ট্রফি উঁচিয়ে ধরেছে কেকেআর। তবে পরিসংখ্যানে এগিয়ে থাকা চেন্নাই চলতি আসরেও গ্রুপ পর্বে দুইবারই হারিয়েছে কলকাতাকে।
অতীত সমীকরণে কলকাতার চেয়ে একধাপ এগিয়ে চেন্নাই। কলকাতা-চেন্নাই ২৬ বার মুখোমুখি হয়েছে। ১৭ বার জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। কেকেআর জিতেছে ৯ বার।
কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারিন, দীনেশ কার্তিক, লুকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ দু প্লেসি, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভো ও জশ হ্যাজেলউড।

About The Author


Spread the love