23/12/2024

SkbTv Channel Bangla News

ফের বিষ দিয়ে মাছ মারছিলেন হাজত থেকে বেরিয়ে তিনি

Spread the love

এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বাগেরহাটে শরণখোলায় পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় বনরক্ষীরা বাবুল হাওলাদার নামে । এসময় বিষ দিয়ে ধরা মাছসহ একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আটক বাবুল দীর্ঘদিন হাজতবাস করে সম্প্রতি জামিনে বেরিয়ে এসেছে বলে জানা গেছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নানের নেতৃত্বে বনরক্ষীরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির রায়বাঘিনী খালে অভিযান চালায়। এসময় বনরক্ষীরা বিষ দিয়ে খালে মাছ ধরারত অবস্থায় উপজেলার সোনাতলা গ্রামের মতিউর রহমান হাওলাদারের পুত্র বাবুল হাওলাদারকে (৫০) আটক করে। এসময় তার কাছ থেকে একটি ডিঙ্গি নৌকা ও বিষ দিয়ে ধরা বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়।শরণখোলা স্টেশন কর্মকর্তা জানান, বাবুলের বিরুদ্ধে সুন্দরবনে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার একাধিক মামলা রয়েছে। সম্প্রতি বাবুল দীর্ঘ হাজতবাস করে জামিনে বেরিয়ে এসেছেন।

About The Author


Spread the love