24/12/2024

SkbTv Channel Bangla News

ঝাঁপ দিলেন তরুণী চলন্ত ট্রেনের সামনে

Spread the love

ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী চলন্ত ট্রেনের সামনে । শুধু বেঁচেই যাননি কিন্তু সৌভাগ্যবশত তিনি , একইসঙ্গে কোনো আঘাতই পাননি।

ভিডিওতে দেখা যায়, এক তরুণী জামার হাতা তুলে ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেন। পাতাল স্টেশনে রেল আসামাত্র তিনি ঝাঁপ দেন! ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে যান। তবে এর কিছুক্ষণ পর ওই তরুণী অক্ষত অবস্থায় ট্রেনের পেছন থেকে বের হন। প্লাটফর্মের এক যাত্রী তাকে বের হতে সহায়তা করেন।

এরপর ওই তরুণীকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়, তিনি কোনো ধরনের আঘাত পাননি। ওই তরুণী মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছিলেন বলে খবরে বলা হয়েছে।

About The Author


Spread the love