24/12/2024

SkbTv Channel Bangla News

ছবি দিয়ে যা বললেন অভিনেত্রী মাহি বোরকা পরা

Spread the love

গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না।

ওমরাহ থেকে ফিরে নিজেকে আড়ালেই রেখেছেন দেশের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি।

এবার বোরকায় আবৃত এক নারীর ছবি পোস্ট করলেন মাহি, যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতুহলের সীমা নেই।

নিজের ফেসবুকে ছবিটি পোস্ট না করলে বোঝার উপায় নেই যে, বোরকা পরিহিত এই নারী অভিনেত্রী মাহি।

আপাদমস্তক ঢেকে রেখেছেন মাহি। চোখ ছাড়া হিজাবের আড়ালে ঢেকে গেছে সবই।

তবে তার পেছনে পাঞ্জাবি পরা মানুষদের আনাগোনা আর মসজিদের মিনার দেখে বোঝা যাচ্ছে, এটা আরব দেশের ছবি।

নীল বোরকাবৃত নায়িকা মাহিকে দেখে নেটিজেনরা যেমন আপ্লুত, সেই ছবির ক্যাপশন পড়েও আবেগে ভেসেছেন তারা।

মাহির সেই বার্তায় মূলত সৃষ্টিকর্তাকে ইঙ্গিত করা হয়েছে।

মাহি লিখেছেন, ‘যখন আপনার ভেতরে প্রবল অনুভূতি আছে, যেটা ওপর থেকে আসা কোনো চিহ্ন, তাহলে সেই অনুভূতিটা বিশ্বাস করুন এবং ভালোবাসা অনুভব করুন।’

গত ২৪ নভেম্বর ওমরাহ করার উদ্দেশ্যে স্বামী রাকিব সরকারের সঙ্গে ঢাকা ত্যাগ করেন মাহি।সেখানের মরু অঞ্চলে রোমান্টিক ভঙ্গিমায় বিভিন্ন ছবিও শেয়ার করেন তারা।

কিছুদিন আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে মাহির কলরেকর্ড ফাঁসের ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে।

ভাইরাল সেই কলটি মূলত মুরাদ হাসান ও চিত্রনায়ক ইমনের ফোনে হয়। ইমনের ফোন থেকেই মাহি কথা বলেছিলেন। এর কারণে বিতর্কে জড়িয়েছে ইমনের নামও।

এ থেকেই বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল যে, সেই ঘটনাকে কেন্দ্র করেই ইমনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মাহির।

About The Author


Spread the love