২০৩১ সালে পৃথিবীতেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ভেঙে পড়বে বলে মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রতিবেদনে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ২০৩০ সাল পর্যন্ত নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে । ২০৩১ সালের প্রথম দিকে প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট জায়গায় এটি ভেঙে পড়তে পারে।
নাসা জানায়, প্রশান্ত মহাসাগরে পয়েন্ট নিমো নামে একটি জায়গা রয়েছে। পুরোনো মহাকাশযানের ভাগাড় হিসেবে ওই এই জায়গা পরিচিত। অনেক পুরোনো মহাকাশযান ও মহাকাশবর্জ্য ওই জায়গায় জমা আছে। পয়েন্ট নিমোতে রুশ মহাকাশ স্টেশন মির ধ্বংসাবশেষও রয়েছে। ২০০১ সালে মির এখানে ভেঙে পড়ে। ২০৩১ সালের শুরুতে সেই একই জায়গায় পড়বে আইএসএস।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরিচালনার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি মহাকাশ সংস্থা। ১৯৯৮ সালে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।
একবিংশ শতকের শুরু থেকে মহাকাশে তিন হাজারের বেশি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে এই স্টেশনে। ২০২৪ সাল পর্যন্ত আইএসএসের কার্যক্রম পরিচালনার কথা ছিল। তবে পাঁচটি মহাকাশ সংস্থা এই স্টেশনের কার্যক্রম ২০৩০ সাল পর্যন্ত চালিয়ে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩