24/12/2024

SkbTv Channel Bangla News

৩ নারী গ্রেফতার কুমিল্লায় ২২ কেজি গাঁজাসহ

Spread the love

তিন নারী ২২ কেজি গাঁজাসহ  মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব কুমিল্লায় । শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জেলার চান্দিনা উপজেলার রারিরচর এলাকায় র‌্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব জানায়, মাদকের একটি বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রারিরচর (কাঠের পুল) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা পাচারকালে ৩ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১০টি গাঁজার বস্তায় ভর্তি ২২ কেজি ৩শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি ৩ নারী হচ্ছে- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝারবাড়ি গ্রামের টুনু মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৫০), একই গ্রামের মৃত জহিরুল ইসলামের স্ত্রী রাবেয়া আক্তার (৪২) ও নজরুল ইসলামের স্ত্রী কুলছুম আক্তার (৩৫)। র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নানা কৌশলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

About The Author


Spread the love