23/12/2024

SkbTv Channel Bangla News

ঢাকায় এসেছেন সানি লিওনি

Spread the love

বলিউড তারকা সানি লিওনি এখন কোথায়? এমন প্রশ্ন সবার মুখে। কারণ ঘণ্টাদুয়েক আগে নিজের ভেরিফায়েড পেজে ছবি পোস্ট করে বাংলাদেশে পৌঁছেছেন বলে জানান দিয়েছেন এই অভিনেত্রী। অথচ গতকালই তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সানি লিওনির ভিসা বাতিল হয়েছে।
এদিকে সানি লিওনি নিজের ফেসবুকে পোস্ট করা অন্য একটি ছবিতে তার সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েভার ও সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসকে দেখা গেছে।ছবির ক্যাপশনে সানি লিওনি লিখেছেন, ‘বাংলাদেশের পরিবারের সঙ্গে কিছু আনন্দময় সময়’। এই ক্যাপশনে ট্যাগ করেছে সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের সিইও তাপসের ইনস্টাগ্রাম আইডি। ছবিটি ইতিমধ্যে ভাইরাল।তবে গানবাংলার মুখপাত্র এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করছেন গণমাধ্যমে। গানবাংলার মুখপাত্র রুদ্র হক সাংবাদিকদের বলেন, ‘সানির সঙ্গে গানবাংলার একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। তারা আগেও এভাবে এক হয়েছেন নানা কাজে। এদিকে গতকাল সানির ঢাকা আগমন নিয়ে ভিসা বাতিলের খবরও এসেছে। সব মিলিয়ে আসলে এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না। সানি ঢাকায় আসলেই এসেছেন কি না, সেটি নিশ্চিত করতে আরো কিছুটা সময় চেয়ে নিচ্ছি। ’
সানি লিওনির পোস্ট থেকে ধারণা করা যাচ্ছে, কোনো ইভেন্টে অংশ নেওয়ার জন্য ঢাকায় এসেছেন তিনি। তারা এখন রাজধানীর পাঁচতারা হোটেলে অবস্থান করছেন বলে জানা গেছে।
জানা গেছে, গানবাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে পারফর্ম করতেই ঢাকায় এসেছেন এই তারকা। এর আগে তাপসের টিএম রেকর্ডস থেকে প্রকাশিত কণ্ঠশিল্পী ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের মডেল হন সানি। সেই সুবাদে দারুণ সম্পর্ক গড়ে ওঠে তাপস-মুন্নী ও সানি-ড্যানিয়েল দম্পতির মধ্যে।এর আগে সানি লিওনিসহ ‘সোলজার’ চলচ্চিত্রের ১১ জন অভিনয়শিল্পী, কলাকুশলীকে ভারত থেকে বাংলাদেশে আসার ওয়ার্ক পারমিট দেয় সরকার। পরে শুধু সানি লিওনির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।
বৃহস্পতিবার (১০ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এসংক্রান্ত আদেশ জারি করে।

About The Author


Spread the love