রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন রবিউল হাসান ওরফে রবিন (২১), আরিফ (২৮), আকতার হোসেন (৩৫) ও ইউসুফ (৫০)।
লালবাগ (গোয়েন্দা) বিভাগের সহকারি পুলিশ কমিশনার মধুসুদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুলের সামনে চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি মিনিবাস তল্লাশি করা হয়। এসময় মিনিবাসের পেছনে বিশেষ কায়দায় তৈরি বক্স হতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।
More Stories
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
মৃত্যু বেড়ে ১০৭ দেশে বন্যায়