তারকা ঠাসা দল নিয়েও এ মৌসুমেও চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে পিএসজি। সেই সঙ্গে ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপেও খালি হাতে ফিরতে হয়েছে তাদের। টানা এমন ব্যর্থতায় সমর্থকদের পাশে পাচ্ছে না মেসি-নেইমাররা। প্রায় প্রতি ম্যাচেই দুয়ো শুনতে হচ্ছে তাদের।সবশেষ গতকাল রাতে লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হওয়ার পরেও শুনতে হয়েছে দুয়ো। শিরোপা নিশ্চিতের ম্যাচের শেষ ১০ মিনিটে গ্যালারি ফাকা করে স্টেডিয়াম ছেড়ে চলে যায় পিএসজি সমর্থকরা। সমর্থকদের এমন আচরণে বেশ ক্ষুব্ধ ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইএসপিএনে দেওয়া এক সাক্ষাতকারে নেইমার বলেন,’আমি এখানে আরও তিন বছর আছি। তাই দুয়ো দেওয়া বন্ধ করুন, নাহলে আপনাদের আরও দম লাগবে। দর্শকদের একটা অংশের আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়াটা ছিল অবাস্তব। ‘
ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করতে পেরে খুশি নেইমার,’আমি খুশি, বিশেষ করে আজ রাতের জন্য, শিরোপা জয়ের জন্য। যা ঘটেছে, সবকিছু মিলে মৌসুমটা আমাদের জন্য লম্বা এবং কঠিন। ‘ ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের। তাই সমর্থকদের ধৈর্য্য ধরতে বললেন এই ব্রাজিলিয়ান।
More Stories
হারলে সিরিজ হাতছাড়া
প্রথম নারী রেফারি ফুটবলে
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ