রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমাদের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউরেশিয়ান ইকোনমিক ফোরামের সদস্যদের সঙ্গে এক ভিডিও বার্তায় পুতিন বলেন, রাশিয়া আন্তর্জাতিক সহযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেয়নি।
পুতিন আরও বলেন, রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা ‘অসম্ভব, আধুনিক বিশ্বে একেবারে অবাস্তব’ এবং ‘যারা এটি করার চেষ্টা করে তারা প্রাথমিকভাবে নিজেদের ক্ষতি করে।’
ওই ইকোনমিক ফোরামে কয়েকটি সাবেক সোভিয়েত দেশও রয়েছে।
এদিকে, পুতিন খাদ্য মুক্তিপণ দেওয়ার বিনিময়ে বিশ্বকে জিম্মি করেছেন বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খাদ্য রপ্তানির জন্য ইউক্রেনের বন্দর খুলে দেওয়ার বিনিময়ে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেওয়া মস্কোর প্রস্তাব সমর্থন করেন কী না জানতে চাইলে সাংবাদিকদের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ কথা বলেন।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩