24/12/2024

SkbTv Channel Bangla News

ক্ষমতা হারাবেন পুতিন তিন থেকে ছয়মাসের মধ্যে

Spread the love

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী তিন থেকে ছয়মাসের মধ্যে ক্ষমতা হারাবেন বলে মন্তব্য করেছেন এক সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসি রেডিওর একটি প্রোগ্রামে ক্রিস্টোফার স্টিল নামে ওই কর্মকর্তা বলেন, ‘আগামী তিন থেকে ছয় মাসের’ মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি ক্ষমতায় ‘দেখবেন না’।
তিনি আরও বলেন, যেদিন থেকে রাশিয়ার ওপর বিশেষ করে, রাশিয়ার তেল-গ্যাসের ওপর পুরোপুরি পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেদিন থেকে পুতিনের ‘দিন গোনা শুরু হয়েছে।
ট্রাম্প-রাশিয়া ডসিয়ারের লেখক স্টিল বলেন,‘পুতিনের স্বাস্থ্যের অবনতির’ বিষয়টি দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ওই সময়ের মধ্যে পুতিন ক্ষমতায় থাকার ‘যোগ্যতা’ হারাতে পারেন।
অবশ্য রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য চর্চা নতুন নয়। এর আগেও পুতিন ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং একইসঙ্গে তার পারকিনসন রোগেরও লক্ষণ দেখা দিয়েছে বলে কানাঘুষা শোনা গেছে।
যদিও এ বছরের অক্টোবরে ৭০ বছরে পা রাখতে যাওয়া পুতিনের স্বাস্থ্যগত কোনো সমস্যার বিষয় বরাবরই অস্বীকার করে আসছে ক্রেমলিন।

About The Author


Spread the love