কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বিজিবির ধাওয়ার মুখে ইয়াবাগুলো ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। মঙ্গলবার দিনগত রাত পৌনে ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা ছ্যুরি খাল এলাকা দিয়ে মাদকের চালান নিয়ে প্রবেশের সময় ধাওয়া করে কেওড়া বন থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ লেদা ছ্যুরিখাল এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদে লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত এলাকায় গমন করে গোপনে অবস্থান গ্রহণ করে। রাত পৌনে ৯টার দিকে উক্ত টহলদল কয়েকজন ব্যক্তিকে নাফ নদী দিয়ে নৌকাযোগে লেদা ছ্যুরিখাল সংলগ্ন কেওড়া জঙ্গলে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে। উক্ত ব্যক্তিরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে কেওড়া জঙ্গলের আড় ব্যবহার করে অন্ধকারের সুযোগ নিয়ে নৌকাটি বিপরীত দিকে ঘুরিয়ে শুন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহলদল পৌঁছে কেওড়া জঙ্গল তল্লাশি করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তা গুলো খুলে গণনা করে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। ইয়াবা পাচারকারীদের আটকের জন্য পার্শ্ববর্তী স্থানে পরবর্তী ২ ঘণ্টা যাবৎ অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা