23/12/2024

SkbTv Channel Bangla News

কুষ্টিয়া শহর ছাত্রলীগের সুযোগ্য আহবায়ক মোঃ হাসিব কোরাইশী ও তার করোনা স্বেচ্ছাসেবক টিম ২৪ঘন্টা সেবা দিয়ে যাচ্ছেন !!

Spread the love

 কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা জনাব, মাহবুবউল আলম হানিফ এমপি মহোদয় ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব, আতাউর রহমান আতা মহোদয়ের নির্দেশনায়- কুষ্টিয়া শহর ছাত্রলীগ করোনা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন।
কুষ্টিয়া শহর ছাত্রলীগের সুযোগ্য আহবায়ক মোঃ হাসিব কোরাইশীর নেতৃত্বে- ১১নং ওয়ার্ড চাউলের বর্ডার মোড় নিবাসী মানিক কুমার ঘোষ করোনায় আক্রান্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (২৫শে, সেপ্টেম্বর) কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যান শহর ছাত্রলীগের করোনা স্বেচ্ছাসেবক টিম।
দেখা গেছে, মহামারি করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই ২৪ঘন্টা সেবা দিয়ে যাচ্ছেন কুষ্টিয়া শহর ছাত্রলীগের সুযোগ্য আহবায়ক মোঃ হাসিব কোরাইশী ও তার করোনা স্বেচ্ছাসেবক টিম। এমনকি তারা মধ্যরাতেও করোনা রোগীদের বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন এবং সার্বক্ষণিক রোগীর খোঁজ খবর নিয়েছেন। করোনা আক্রান্ত রেগীদের বাসার ডার্স্ট পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন এই শহর ছাত্রলীগের করোনা স্বেচ্ছাসেবক টিম।
শহর ছাত্রলীগের সুযোগ্য আহবায়ক মোঃ হাসিব কোরাইশী বলেন, দিন গুনে আমরা কাজ করছি না, আমাদের প্রাণের শহর কুষ্টিয়া থেকে যতদিন না করোনামুক্ত হচ্ছে ততদিন আমরা করোনা রোগীদের সেবায় কাজ করে যাব।

About The Author


Spread the love