মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কুমারখালী উপজেলা সফরঃ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস, আমার বাড়ি আমার খামার প্রকল্প, ০২টি কমিউনিটি ক্লিনিক, ০১টি এনজিও এবং আশ্রয়ন প্রকল্প পরিদর্শন”
আজ ২৯ অক্টোবর ২০২০ খ্রি. তারিখে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসলাম হোসেন মহোদয় তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কুমারখালি উপজেলা সফরকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি সার্টিফিকেট মামলার জটিলতা হ্রাস, উন্নয়নমূলক কাজের সমন্বয়সহ অফিস ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি রেকর্ড সংশোধন, খাস জমি বেদখলুক্তকরণসহ ভূমি সেবা সহজীকরণ বিষয়ে মূল্যবান অভিমত প্রদান করেন। এরপর মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় আমার বাড়ি আমার খামার প্রকল্প পরিদর্শন করেন ও ঋণগ্রহীতাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এরপর পৌর ভূমি অফিস, ২ টি কমিউনিটি ক্লিনিক, ০১ টি এনজিও এবং ০১ টি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন, সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানোসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
More Stories
পথশিশুদের মাঝে খাবার বিতরন
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ২০২২
ভোট দিতে পারলেন না ২ শতাধিক নারী সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও