30/09/2024

SkbTv Channel Bangla News

দু’মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

Spread the love

গত ২১ সেপ্টেম্বর দেশে করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।

এরপর গত দুই মাসের মধ্যে আজই সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হলো দেশে।

বেশ কিছুদিন ১৩-২০ জনের মধ্যে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল। গেলো দু’দিনও ২১ জন করে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আজ হুট করেই গেলো ২ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর খবর পাওয়া গেলো।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এটি সাম্প্রতিককালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। যখন করোনার দ্বিতীয় ঢেউ’র শঙ্কা করা হচ্ছে, এমন পরিস্থিতিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেলো। এনিয়ে কোভিড-১৯ এ মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬ হাজার ২৫৪ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২১২ জনের। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।

About The Author


Spread the love